পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত থাকবে
শীত পাহাড়ের 'হতদরিদ্র মানুষকে যখন অ'সহায় করে তুলেছে তখন ক'ষ্ট লাঘবে তাদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনী বরাবরই পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই ধা'রাবাহিকতায় মাটিরাঙ্গা সেনা জোনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে।





বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার আনোয়ারা ইসলামীয়া দাখিল মা'দরাসা মাঠে শীতার্তদের মাঝে শীতব'স্ত্র বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্ম'দ মোহসীন হাসান।
এ সময় তিনি বলেন, সেনাবাহিনীর সবধরনের মান'বিক কার্যক্রম ভবি'ষ্যতেও অব্যা'হত থাকবে। পাহাড়ে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো বিশেষ গোষ্ঠি বা মহলের প্ররোচনায় শান্তি ব্য'হত করা যাব'ে না।





এ সময় মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আরিফুর দৌলা, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্ম'দ মোস্তফা ও সাবেক কাউন্সিলর মো. নুরুল ইসলামসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।