রিসোর্ট থেকে ফিরে দুইজনের রহস্যজনক মৃ’ত্যু
‘ফোর থট পিআর’ নামে একটি পাবলিক রিলেশন এজেন্সির দুই কর্মীর রহস্যজনক মৃ'ত্যু হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃ'ত্যু হয়। মৃ'তরা হলেন- শিহাব জহির ও মীর কায়সার। বি'ষয়টি নিশ্চিত করেছেন ওই এজেন্সির মুখপাত্র।





তিনি বলেন, সকালে অফিসে এসে তাদের মৃ'ত্যু সংবাদ শুনেছি। আমর'া জানতে পেরেছি, কয়েকজন কর্মী নিজ উদ্যোগে গাজীপুরের একটি রিসোর্টে যায়। সেখান থেকে ফিরে অ'সুস্থ হয়ে যায়। অ'সুস্থ অবস্থায় দু’জন মা'রা গেছেন।
ওই রিসোর্টের অনুষ্ঠানে থাকা একজন পরিচয় প্রকাশ না করার শর্তে জানান, শুক্রবার (২৯ জানুয়ারি) এজেন্সিটির ৪৩ কর্মী নিজেরাই একটি অনুষ্ঠানের আয়োজন করে। প্রতি চার বছরে একবার এ ধরণের একটি আয়োজন করে তারা। সেখানে তারা ম'দপানের পরিকল্পনা করেছিল। তবে ঢাকার কোনো বারে ম'দ না পেয়ে তারা গাজীপুরে গিয়ে স্থানীয় একজনকে দিয়ে ম'দ কিনে আনায়। ম'দ খেয়ে ঢাকায় ফেরার পথে গাড়িতেই তারা অ'সুস্থ হয়ে পড়েন অনেকে। এরপর সকালে দু’জন মা'রা যান। এছাড়াও অ'সুস্থ অবস্থায় সাতজনকে রাজধানীর কয়েকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।





ওই প্রতিষ্ঠানের সিইও নিজেও অ'সুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে।