রেকর্ড রানের পাহাড় ঠেলে ফাইনালে ভারত

মুম্বাইয়ের ডক্টর ডিওয়াই স্পোর্টস একাডেমি মাঠে ইতিহাস গড়ল ভারত নারী দল। অস্ট্রেলিয়া নারী দলের ৩৩৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৯ বল বাকি থাকতে ৫ উইকেটে জিতে তৃতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা। বিশ্বকাপের নকআউট পর্বে এত বড় রান তাড়ার রেকর্ড আগে কারও ছিল না।
টস জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই ২৫ রানে হারায় প্রথম উইকেট। তবে দ্বিতীয় উইকেটে লিচফিল্ড ও পেরির দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ঘুরে দাঁড়ায় দল। দু’জন মিলে গড়েন ১৫৫ রানের জুটি।
লিচফিল্ড খেলেন ইনিংসের সেরা পারফরম্যান্স— ৯৩ বলে ১১৯ রান, যেখানে ছিল ১৭টি চার ও তিনটি ছক্কা। ২৮তম ওভারে আউট হওয়ার আগে তার ইনিংস দলকে মজবুত ভিত্তি দেয়।
অন্যদিকে এলি পেরি ৮৮ বলে করেন ৭৭ রান, ছয়টি চার ও দুটি ছক্কায় সাজানো ইনিংস খেলেন তিনি। তবে ইনিংস বড় করতে পারেননি বেথ মোনি (২৪) ও আন্নাবেল সাদারল্যান্ড (৩)।
শেষ দিকে গতি আনেন অ্যাশলি গার্ডনার। মাত্র ৪৫ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি, চারটি করে চার ও ছক্কা মেরে দলকে বড় রানের পথে নিয়ে যান।
তবে তিনটি রান আউটের ধাক্কায় ইনিংসের শেষ বলের আগেই অলআউট হয় অস্ট্রেলিয়া নারী দল। তবু তাদের ৩৩৮ রানের পাহাড় ঘরের মাঠে জয় তাড়া করে ইতিহাস গড়ার চ্যালেঞ্জ ছুড়ে দেয় ভারতের সামনে— যা তারা রোমাঞ্চকরভাবে জিতে নেয়।