ব্যর্থতা ঢাকতে সরকারের ওপর দো’ষ চাপাচ্ছে বিএন’পি
নিজেদের ব্য'র্থতা ঢাকার জন্য বিএনপি সরকারের ওপর দোষ চাপিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।





রোববার (৩১ জানুয়ারি) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অমর' একুশে উপলক্ষে অনলাইন গ্রন্থমেলা উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
স্থানীয় সরকার নির্বাচনে যারা পরাজিত হয়েছেন, তারা নির্বাচনে কারচুপি হয়েছে বলে অ'ভিযোগ করেছেন- এ বি'ষয়টি আপনি কিভাবে দেখছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘এই সমস্ত অ'ভিযোগগু'লো বিএনপির পক্ষ থেকে প্রতিনিয়ত দেয়া হয়। বাংলাদেশে যে স্থানীয় নির্বাচন হচ্ছে এবং অতীতে হয়েছে, ছোটখাটো কিছু ঘটনা সবসময়ই ঘটেছে।’





‘আপনি যদি এক্ষেত্রে পার্শ্ববর্তী দেশের সঙ্গে তুলনা করেন, অতীতের নির্বাচনগু'লোর সঙ্গে তুলনা করেন; তাহলে দেখতে পারবেন এই নির্বাচন সেই নির্বাচনগু'লো থেকে ভালো নির্বাচন হয়েছে। তবে বিচ্ছিন'্ন ঘটনাগু'লো আমা'দের কাম্য নয়। এগু'লো ছাড়া যেন ভবি'ষ্যতে নির্বাচন অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে সবার কাজ করা প্রয়োজন। বিএনপিসহ যে সমস্ত রাজনৈতিক দল যেসব অ'ভিযোগ করেছে, সেগু'লো গতানুগতিক অ'ভিযোগ।’





তিনি বলেন, বিএনপিকে আসলে ভাবতে হবে, চিন্তা করতে হবে, নিজেদের ব্য'র্থতা ঢাকার জন্য সরকারের ওপর দোষারোপ করে নিজেদের ব্য'র্থতা ঢাকবেন, নাকি নিজেদের ব্য'র্থতা থেকে মুক্ত করার জন্য নিজেরা দলকে নিয়ে নতুনভাবে চিন্তাভাবনা করে পরিকল্পনা নিয়ে আগাবেন? আমি মনে করি, নিজেদের ব্য'র্থতা ক্রমাগতভাবে সরকারের ওপর দোষ চাপিয়ে বিএনপি লাভবান হচ্ছে না বরং সত্য থেকে দূরে সরে যাচ্ছে।’