নুরের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

রাজধানীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন। পরে আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও অন্যান্য নেতাকর্মীরা।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, তারা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ পুলিশ হামলা চালায়। আহত নুরকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়।

রাত ১১টার দিকে বাংলামোটরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা হিসেবে নুরকে উল্লেখ করে তার ওপর হামলার প্রতিবাদ জানায় তারা।

এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে অভিযোগ করেন, ভারতের মদদে জাতীয় পার্টিকে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত চলছে। তিনি বলেন, “নুরের রক্ত বৃথা যেতে দেব না,” এবং এই ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান।

Related Articles