
আদালতের জামিন দেওয়ার ক্ষমতা নেই: লতিফ সিদ্দিকী
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর পক্ষে আদালতে আইনজীবী হিসেবে দাঁড়ানোর জন্য ওকালতনামায় স্বাক্ষর নিতে কারাগারে যান অ্যাডভোকেট সাইফুল ইসলাম। তবে তিনি জানান, লতিফ সিদ্দিকী স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। এ সময় লতিফ সিদ্দিকী বলেন, “আদালতের জামিন দেওয়ার ক্ষমতা নেই, তাই আমি স্বাক্ষর করবো না।”
শুক্রবার (২৯ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান অ্যাডভোকেট সাইফুল। এর আগে রাজধানীর শাহবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মামলার অন্যান্য আসামিরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, আব্দুল্লাহ আল আমিনসহ আরও কয়েকজন। তাদের সকালেই ঢাকার সিএমএম আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলা হয়।
আসামিদের আদালতে আনার সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। তাদের হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরানো ছিল। পরে আসামিদের কাঠগড়ায় দাঁড় করানো হয় এবং মামলার তদন্ত কর্মকর্তা জানান, সন্ত্রাসবিরোধী আইনের অভিযোগে রিমান্ডের আবেদন করা হবে।