
নেদারল্যান্ডস সিরিজকে টেস্ট পরীক্ষা হিসেবে দেখছেন লিটন
এশিয়া কাপের আগে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজকে বড় প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সংবাদ সম্মেলনে লিটন বলেন, “যেকোনো আন্তর্জাতিক ম্যাচই চ্যালেঞ্জিং। নেদারল্যান্ডসও ভালো দল, যদিও তারা এ ধরনের কন্ডিশনে খুব একটা খেলে না।”
লিটন জানান, এশিয়া কাপের আগে স্কোয়াডে থাকা খেলোয়াড়দের যাচাই করার সুযোগ থাকবে এই সিরিজে। তিনি বলেন, “যদি সুযোগ থাকে, আমরা কয়েকজন নতুন খেলোয়াড়কে দেখে নিতে চাই। তবে জয়ই আমাদের লক্ষ্য।”
তিনি আরও যোগ করেন, আবুধাবি ও সিলেটের কন্ডিশন অনেকটাই মিল রয়েছে। তাই এই সিরিজে খেলা এশিয়া কাপে কাজে দেবে বলে বিশ্বাস তার। ৩০ আগস্ট থেকে শুরু হবে এই সিরিজ, আর বাকি দুটি ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর।