কেয়া পায়েলের সঙ্গে তৌহিদ আফ্রিদির সম্পর্ক নিয়ে রাহীর বিস্ফোরক মন্তব্য

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও মাইটিভির মালিক নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে ২৪ আগস্ট বরিশালে সিআইডির একটি বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলাটি দায়ের হয়েছিল ২০২৪ সালের ১ সেপ্টেম্বর, যেখানে তৌহিদ আফ্রিদি এজাহারনামীয় ১১ নম্বর আসামি। একই মামলায় তার বাবা নাসির উদ্দিন সাথীকেও এর আগে ১৭ আগস্ট গুলশান থেকে গ্রেপ্তার করে পুলিশ।

তৌহিদের গ্রেপ্তারের পর থেকেই তাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। শুধু মামলাই নয়, ব্যক্তিজীবন নিয়েও বিতর্ক ছড়িয়েছে। বিশেষ করে বিভিন্ন সময় তার সঙ্গে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির সখ্যতা ও প্রেমের গুঞ্জন নিয়ে আলোচনা হয়েছে। যদিও তৌহিদ বরাবরই এই সম্পর্ককে ‘বন্ধুত্ব’ বলে দাবি করেছেন।

সম্প্রতি আরও এক আলোচনায় উঠে আসে ছোটপর্দার অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গে তার প্রেমের সম্ভাব্য সম্পর্ক। এই বিষয়ে মুখ খুলেছেন কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী। তিনি জানিয়েছেন, অনেক আগে তিনি তৌহিদ ও পায়েলকে নিয়ে এমন গুঞ্জন শুনেছিলেন। তবে বিষয়টি নিয়ে তার পরিষ্কার ধারণা নেই বলেও উল্লেখ করেন তিনি।

তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত চলমান রয়েছে। পুলিশের দাবি, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত আসাদুল হক বাবু হত্যার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। তবে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য থেকে বিরত রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।