৫ম BIFA অ্যাওয়ার্ডের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা, থাকছে ২৯ ক্যাটাগরিতে সম্মাননা
৫ম BIFA অ্যাওয়ার্ডের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা, থাকছে ২৯ ক্যাটাগরিতে সম্মাননা

বাংলাদেশের চলচ্চিত্র ও সৃজনশীল অঙ্গনের অন্যতম সম্মানজনক আয়োজন বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (BIFA) অ্যাওয়ার্ডস এর ৫ম আসরের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বিকেল ৫টায় রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত এক্সিকিউটিভ মেম্বারস মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে আয়োজকরা নিশ্চিত করেন, আগামী মে মাসে ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেম এ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বাইফা অ্যাওয়ার্ড ২০২৬ এর ৫ম আসর।
এবারের আসরে আজীবন সম্মাননা প্রদানসহ চলচ্চিত্র, ওটিটি, নাটক, সংগীত ও কন্টেন্ট ক্রিয়েটরসহ সৃজনশীল বিভাগের বিভিন্ন শাখায় মোট ২৯টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদানের কথা নিশ্চিত করেছেন বাইফার প্রতিষ্ঠাতা ও সিইও শাহরিয়ার স্বপন।
আয়োজন সম্পর্কে বাইফার চেয়ারম্যান মেরিনা আক্তার বলেন, দেশের বিনোদন অঙ্গনের সেরা কাজগুলোকে অনুপ্রাণিত করতে এবারের আয়োজন আরও বিস্তৃত ও বর্ণিলভাবে সাজানো হবে।