আলোচিত রিফাত হ”ত্যা: সাজাপ্রাপ্ত ৩ আসামির জামিন
রাজধানীর বিমানবন্দর এলাকায় বাসচা’পায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নি’'হত হয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দু'র্ঘ’টনা ঘটে। নি’'হতরা হলেন— আকাশ ইকবাল (৩৩) ও মায়া হাজারিকা (২৫)।





তারা রাজধানীর দক্ষিণখান মোল্লারটেকে এলাকায় বসবাস করতেন। পু’লিশ তাদের ম’রদে'হ উ’'দ্ধার করে ময়নাত’দন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতা’লের ম’র্গে পাঠিয়েছে।
বিমানবন্দর থা’নার উপ-পরিদর্শক (এসআই) মশিউল আলম জানান, সকালে দিকে আকাশ ইকবাল মোটসাইকেলে তার স্ত্রী মায়া হাজারিকাকে নিয়ে অফিসের উদ্দেশে বের হন। তারা বিমানবন্দর পদ্মা ওয়েল গেটের সামনে পৌঁছালে আজমেরি পরিবহনের একটি বাস তাদের চা’পা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃ'’ত্যু হয়।





তিনি আরও জানান, ঘা’তক বাসটি জ’ব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়েছে। ম’রদে'হ ময়নাত’দন্তের জন্য ঢামেক হাসপাতা’লের ম’র্গে পাঠানো হয়েছে।