যৌবন আল্লাহর দেয়া অমূল্য নেয়ামত, হালাল পন্থায় উপভোগ করুন: আজহারী
জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী সমাজে ধxxণ ও এ সংক্রা'ন্ত অ’পরাধের কিছু কারণ উল্লেখ করে তার ভেরিফাইড পেজে পোস্ট দেন।





তিনি লিখেন, ‘সময়ের কাজ সময়ে করতে হয়। বিয়ের সম্পর্ক যৌ'বনের সাথে, ক্যারিয়ারের সাথে নয়। ক্যারিয়ার গড়ার জন্য পড়ে রয়েছে সারা জীবন। যৌ'বন আল্লাহর দেয়া এমন এক অমূল্য নেয়ামত, যেটা নবায়নযোগ্য নয়। তাই যৌ'বনের শুরুতেই বিয়ে করুন এবং হালাল পন্থায় যৌ'বনকে উপভোগ করুন।
অন্ন, ব'স্ত্র এবং বাসস্থানের মতোই বিয়েও একটি মৌলিক অধিকার। এটি একটি সহজাত বি'ষয়, যেটাকে ইগনোর করার কোন সুযোগ নেই। বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশে একটি ছেলে অথবা মেয়ে গড়ে পনেরো-ষোল বছর বয়সেই পরিপূর্ণ সে'ক্সুয়াল অ্যাব'িলিটি লাভ করে থাকে। কিন্তু তারা বিয়ের পিড়িতে গিয়ে বসে আরো দশ-পনেরো বছর পর।





এই লম্বা সময় ধরে যৌ'ন ক্ষুধা নিবারণের কোনও বৈধ সুযোগ কি তাদের হাতে রয়েছে? না, নেই। উপরন্তু বিয়ের প্রশ্ন উঠলেই আসে সামাজিক যতো নিয়ম কানুনের দোহাই।
আজহারী আরও লিখেন, একটি মুসলিম সমাজে এটা অ’প্র'ত্যাশিত, অমান'বিক এবং সুস্পস্ট মানবাধিকার ল'ঙ্ঘন। সন্তানের খাদ্য, শিক্ষা কিংবা চিকিৎসা ই'ত্যাদি চাহিদা মেটাতে, অ'ভিবাবকগণ যতোটা সজাগ এবং সিরিয়াস, প্রা'প্ত বয়স্ক সন্তানদের বৈধভাবে যৌ'ন চাহিদা মেটানোর বন্দোবস্ত করাতে তারা ঠিক ততোটাই উদাসীন। নানান অজুহাত, বাহানা আর সামাজিকতার দোহাই দিয়ে, বিয়েকে দিনকে দিন জটিল থেকে আরো জটিলতর করা হচ্ছে’।




