মুসলিম শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের স্কুলে ঈদের ছুটি অনুমোদন
যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যের লিউইস্টন পাবলিক স্কুলে এ বছর থেকে ঈদের দিনকে ছুটির দিন হিসেবে গণ্য করার কথা জানিয়েছে। এতেকরে লিউইস্টনের মুসলিম শিক্ষার্থীরা এখন থেকে ঈদের ছুটি উপভোগ করতে পারবে।










গত সোমবার (৪ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত স্কুলের কমিটির এক বৈঠকে এ সি'দ্ধান্ত নেওয়া হয়। তাতে স্কুলের মুসলিম শিক্ষার্থীদের জন্য প্রধান দুই ঈদের দিন ছুটি অনুমোদন পায়।
বিশ্বব্যাপী মুসলিমর'া পবিত্র ঈদুল আজহা ও ঈদুল ফিতরকে উৎসবমুখর পরিবেশে উদযাপন করে। চাঁদ দেখার ওপর নির্ভর করে আরবি তারিখ অনুসারে তা নির্ধারিত হয়। সাধারণত তা আরবি মাস শাওয়ালের প্রথম ও জিলহজের ১০ তারিখ উদযাপিত হয়।





লিউইস্টন পাবলিক স্কুলের কর্মক'র্তা আয়েশা হাল বলেন, ‘এ পরিবর্তনের মাধ্যমে স্কুলের সবাই উৎসব উদযাপনের সুযোগ পাবে। আমর'া সব জনগোষ্ঠীর প্রতি শ্র'দ্ধা জ্ঞাপন করি।’
স্কুল ক'র্তৃপক্ষের এ সি'দ্ধান্তকে অন্যান্যরাও অ'ভিনন্দন জানায়। স্কুলে উদ্দেশ্যে লেখা এক চিঠিতে লেনলেইস বলেন, ‘বিভিন্ন সময় উদযাপিত সমাজের নানা উৎসবে আমর'া সম্পৃক্ত 'হতে পারি। ঈদ উদযাপন করা যেতে পেরে। এতেকরে স্কুলের ছুটিতে তা সম্প্রচার করা যাব'ে।’
স্কুলের আরেক কর্মক'র্তা সালেহ মুসলিম'দের ঈদের দিন ছুটির দেওয়ার ঘোষণায় খুবই উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘এর মাধ্যমে প্রমাণ হয় যে লিউইস্টান দেশের সব নাগরিকদের প্রতি গু'রুত্বারোপ করে। এবং সব মতাধ'র্মীদের ছুটির বি'ষয়কে বিবেচনায় আনে।’




