জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে টাইগারদের নতুন জার্সি উন্মোচন
ওয়ানডে বিশ্বকাপের পর স্পন্সর ছাড়া জার্সিতে খেলেছিল বাংলাদেশ। চলতি মাস থেকেই বাংলাদেশ ক্রিকেটের স্পন্সর হয়েছে টেলিকম কোম্পানি রবি। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ দিয়েই রবি’র লগো সম্বলিত নতুন জার্সিতে দেখা যাবে টাইগারদের। আগামী ৪ মার্চ থেকে শুরু হচ্ছে এই সিরিজ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে এক জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে টাইগারদের নতুন জার্সি উন্মোচন করেছে বিসিবি ও স্পন্সর কোম্পানি রবি। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও রবি আজিয়াটা লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, নারী দলের সহ-অধিনায়ক নাহিদা আক্তার ও মারুফা আক্তার উপস্থিত ছিলেন। এছাড়া অনূর্ধ-১৯ পুরুষ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ও সহ-অধিনায়ক আহরার আমিনও ছিলেন। নারী অনূর্ধ-১৯ দলের হয়ে রাবেয়া খান ও সুমাইয়া আক্তার অনুষ্ঠানে যোগ দেন।
২০২৪ এর ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত সময়ের জন্য বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ রবি।