মৃত্যুর পর বরই পাতা দিয়ে গোসল: গবেষণায় প্রমাণ পেল বিজ্ঞানীরা
আপনি কি জানেন কেন মৃত ব্যক্তিকে বরই পাতা দিয়ে গোসল দেয়া হয়?? ইসলাম অনুযায়ী, মৃত ব্যক্তিকে গোসল দেয়া ফরজে কিফায়া। তবে কেউ কেউ ওয়াজিব বলেছেন।
মৃতদেহকে সঠিকভাবে গোসল দেয়ার বেশ কিছু পদ্ধতি রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো কুল বা বরই পাতা ও সাবান মিশ্রিত হালকা গরম পানি দ্বারা মৃত ব্যক্তির মাথা ও দাড়ি ধৌত করা। কিন্তু কেন গরম পানির সাথে বরই পাতা মিশিয়ে গোসল করানো হয়? এর পেছনে কারণ কী?
বর্তমান আধুনিক বিজ্ঞান এই পদ্ধতির সাথে একমত প্রকাশ করেছে। বিজ্ঞানীরা তাদের গবেষণায় দেখেছে, বরই পাতায় রয়েছে বেশ কিছু এন্টিসেপটিক গুণাগুণ। বরই পাতা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে একধরনের আঁঠালো প্রাকৃতিক নির্যাস পানির সাথে মিশে যায়, যা মানব শরীরকে জীবানুমুক্ত করতে এন্টিসেপটিক হিসেবে দুর্দান্ত কাজ করে।