সেন্সরে আটকে থাকা সব সিনেমাই মুক্তি চান নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে নানা কারণে আটকে থাকা সিনেমাগুলো একে একে প্রেক্ষাগৃহে মুক্তি পাক- এমনটাই চান উচ্চ আদালতের রায়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসা চিত্রনায়িকা নিপুণ আক্তার।

বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে নিজের এই ইচ্ছার কথা জানান তিনি।

নিপুণ বলেন, ‘কোনো সিনেমা আটকে থাকুক এটা আমাদের কাম্য নয়। আমি চাই, সব সিনেমা মুক্তি পাক, হলে আসুক। তাহলে আমাদের ইন্ডাস্ট্রি লাভবান হবে। শিল্পীদের লাভ হবে। কিন্তু সিনেমা আটকে রাখলে কারোই লাভ হবে না।’

তিন বছরেরও বেশি সময় ধরে সেন্সর বোর্ডে আটকে থাকার পর সম্প্রতি মুক্তির অনুমতি পেয়েছে মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’। এখনো আটকে আছে ‘রানা প্লাজা, ‘মেকআপ’, ‘আমার বাইসাইকেল’সহ বেশ কয়েকটি সিনেমা। এসব সিনেমার নির্মাতারা যদি শিল্পী সমিতির সহযোগিতা চান, তবে তাদের সহযোগিতার আশ্বাসও দেন নিপুণ।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বলেন, ‘এখন মানুষ সিনেমার জন্য অনেক কিছু মেকিং করে। কিন্তু গল্প তো মানুষের জানা উচিত। গল্পগুলো আমাদের দেশের। যাদের সিনেমা আটকে আছে, আমরা আপনাদের পাশে আছি। শিল্পী সমিতির পক্ষ থেকে পূর্ণ সমর্থন আমরা দেব।’

এ সময় সেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি তথা ‘বেদের মেয়ে জোছনা’ খ্যাত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনও। তিনি বলেন, ‘আমি চাই আমাদের সিনেমা হলে আসুক। আমাদের সংস্কৃতি বেঁচে থাকুক। যেহেতু ‘শনিবার বিকেল’ মুক্তি পেয়েছে, ইনশাআল্লাহ বাকিগুলোও আসবে। আমরা আমাদের দাবির কথা জানাব।’

Back to top button