জনগণের অর্থ, ট্যাক্সের টাকা দিয়েই সব কিছু চলে : প্রধানমন্ত্রী
জনগণের অর্থ, জনগণের ট্যাক্সের টাকা দিয়েই সব কিছু চলে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলের ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা বলেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকে আমরাও যাঁরা জনগণের নির্বাচিত প্রতিনিধি যতটুকু সুযোগ-সুবিধা পাই, আপনারাও সরকারি আমলা হিসেবে যে সুযোগ-সুবিধা পান- এগুলোর অবদান তো জনগণের। কারণ জনগণের অর্থ, জনগণের ট্যাক্সের টাকা দিয়েই তো সব কিছু চলে। জনগণের উন্নয়নের প্রচেষ্টা আমরা চালাচ্ছি।
সরকারপ্রধান আরো বলেন, ‘আমাদের উন্নয়ন শুধু রাজধানীকেন্দ্রিক বা শহরকেন্দ্রিক হবে না। যে কারণে আমি ইতিমধ্যে ঘোষণা দিয়েছি- আমার গ্রাম, আমার শহর।’
তিনি বলেন, ‘প্রতিটি গ্রামের মানুষকে আমরা শহরের সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে যেতে চাই। তাতে শহরমুখী প্রবণতা কমে যাবে, গ্রামে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য বৃদ্ধি পাবে।’