‘পরী’ দেখতে বাণিজ্যমেলায় ভিড়
চারটি চাঁদ ও ১৬টি পরীর ডিজাইনে রাজকীয় এক খাট তৈরি করেছেন খাগড়াছড়ির নুরুন্নবী। তিনি এর নাম দিয়েছেন ‘পরী পালং খাট’।
রাজকীয় ডিজাইনের এই খাটটি দেখতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ভিড় করছেন হাজার হাজর দর্শনার্থী। তবে, খাটটির দাম কোটি টাকা শুনে অনেকেই অবাক হয়েছেন।
জানা গেছে, নিজস্ব ডিজাইনে এই খাটটি তৈরি করতে নুরুন্নবীর তিন বছর ২ মাস সময় লেগেছে। একজন কারিগর ও একজন সহযোগী নিয়ে রাজকীয় নকশার এই খাট বানিয়েছেন তিনি।
মেলার চতুর্থ দিন ৪২নং স্টলে খাটটি প্রদর্শনের জন্য নিয়ে আসার পর প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী পরীকে দেখতে ভিড় করছেন। খাটটি যিনি কিনবেন তার জন্য আকর্ষণীয় পুরস্কার হিসেবে মোটরসাইকেল ও এক ভরি স্বর্ণ থাকছে।
ডিজাইনার নুরুন্নবীর ছোট ভাই অন্তর মাহমুদ জানান, মেলায় পরীর দাম সর্বোচ্চ ৫৫ লাখ টাকা দাম উঠেছে। আমরা ১ কোটি টাকা দাম বলছি। তবে, খাগড়াছড়িতে এর দাম ৮০ লাখ টাকা উঠেছিল। আমার ভাই নুরুন্নবী চেয়েছেন বাণিজ্যমেলার মাধ্যমে দেশের মানুষকে এই খাটের সঙ্গে পরিচিতি করাতে।
দর্শনার্থী সুলেমান তুহিন জানান, খাট দেখতে খুব ইউনিক ডিজাইন মনে হয়েছে। ভেবেছি ১০ থেকে ১৫ লাখ টাকা দাম হবে। পরে দাম শুনে অবাক হয়েছি। কোটি টাকার খাটটি না কিনতে পারলেও ছবি তুলে রাখছি, বাসার সবাইকে দেখাব।