স্পা সেন্টারে অভিযান : ভয়ে ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃ’ত্যু
রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অভিযান চলাকালে ভয়ে ছাদ থেকে লাফ দিলে ফারজানা (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরেক তরুণী আহত হয়েছেন।
বুধবার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে গুলশান-২-এর ৪৭ নম্বর রোডের একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে। তারা দুইজনই ওই ভবনের একটি স্পা সেন্টারের কর্মী ছিলেন।
নিহত ফারজানার বাড়ি খুলনার বটিয়াঘাটা এলাকায় বলে জানা গেছে।
তার স্বামী জাহিদ হাসান গণমাধ্যমকে বলেন, আমাদের বাসা খিলক্ষেত এলাকায়। আমার স্ত্রী গুলশানে একটি বিউটি পার্লারে কাজ করে। সেখানে মোবাইল কোর্টের অভিযান চলছে শুনে সে ভয় পেয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে। আজ প্রথম সে কাজে গেছে, তবে সে কোনো পার্লারে কাজ করে, সেটি আমি জানি না।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, আমরা যতটুকু জানি স্পা সেন্টারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অভিযান চলছিল। পরে খবর পেয়ে আহত দুই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন। আহত আরেকজনের চিকিৎসা চলছে। তার অবস্থা গুরুতর বলেও জানিয়েছেন চিকিৎসক।