শাকিবের মুখে অনিয়মের প্রতিবাদ, খুশি অনুরাগীরা
শাকিব খানের মুখে দেশের সকল অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ। গানে গানে এমন প্রতিবাদী শাকিবকে আগে দেখেননি অনুরাগীরা। তাই বুধবার সন্ধ্যায় ঈদে মুক্তি পেতে যাওয়া ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’র গান ‘কথা আছে’ গানটি প্রকাশের পরই আলোচনায় চলে আসে। চলে আসে বাংলাদেশে ফেসবুকে সর্বাধিক দেখা ভিডিওর তালিকাতেও।
ঝড়ের গতিতে গানটির ভিউ বাড়ছে। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত শাকিবের পেইজ থেকেই গানটি শেয়ার হয়েছে দশ হাজারের বেশি। মন্তব্য পড়েছে লাখের কাছাকাছি, ভিউ ছুঁয়েছে মিলিয়নের ঘর!
পাশাপাশি গানটি আরটিভির ফেসবুক ও বুবলীর ফেসবুক পেইজেও শেয়ার হয়েছে। সেখানেও মন্তব্য, লাইক শেয়ার কম হয়নি। সবগুলো পেজেই বেশিরভাগ মন্তব্যে দর্শকরা শাকিবকে প্রশংসায় ভাসাচ্ছেন। এটাই তাদের প্রত্যাশিত শাকিব, তারা এমন শাকিবকেই দেখতে চেয়েছেন বহুদিন ধরে।
র্যাপ ধাঁচের এ গানটি গেয়েছেন ‘গাল্লি বয়’ খ্যাত সংগীতশিল্পী তবীব মাহমুদ। নায়কের সঙ্গে গানের গায়কও হচ্ছেন প্রশংসিত।
গাওয়ার পাশাপাশি ‘কথা আছে’ গানটি লিখেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন শুভ্র রাহা এবং কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান।
‘লিডার আমিই বাংলাদেশ’পরিচালনা করেছেন নির্মাণ করেছেন তপু খান। এটি তার প্রথম ছবি।
প্রথম গানের এমন সাড়ায় নির্মাতা বলেন, ‘শাকিব খানকে তার ভক্ত ও দর্শকরা যেভাবে চান আমি সেভাবেই লিডার, আমিই বাংলাদেশ ছবিতে তুলে আনার চেষ্টা করেছি। ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা ছিল গানটিও। যে গানের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতির কথা উঠে এসেছে। প্রথম গানটির এমন সাড়ায় আমরা আশাবাদী ছবিটিও দর্শকদের হৃদয়ে মাঝে সাড়া ফেলবে।’