কেন মুস্তাফিজদের আয়নায় মুখ দেখতে বললেন সৌরভ?

আইপিএলের চলতি মৌসুম শুরুর আগে দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড়দের নিয়ে একাধিক ক্যাম্প করেছিলেন ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গাঙ্গুলি। যদিও তাতে খুব একটা লাভ হয়নি। প্রথম চার ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে ডেভিড ওয়ার্নারের দল। কেন টানা হারের বৃত্তে বন্দী দিল্লি, সমস্যা কোথায়? এবার তাই জানালেন সৌরভ।

সৌরভের মতে, ’দলের বেশির ভাগ ভারতীয় ক্রিকেটার তরুণ। তাই ছন্দ পেতে একটু সময় লাগছে তাঁদের। হার সব সময় কষ্ট দেয়। ২০১৯ সাল থেকে দিল্লি যে ভাবে খেলেছে তাতে এই হার আরও ধাক্কা দিচ্ছে। কিন্তু খেলায় এই সব ঘটতেই পারে। আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে। সেই কারণে একটি ভাল দল তৈরি হতে একটু সময় লাগছে।’

তরুণ ক্রিকেটারদের সময় দেওয়ার কথা বললেও তাড়াতাড়ি ভুল শুধরে নেওয়ার পরামর্শও দিয়েছেন সৌরভ। আগামী শনিবার (১৫ এপ্রিল) বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি। সেই ম্যাচে ক্রিকেটারদের আত্নবিশ্বাসী হওয়ার পরামর্শ সৌরভের।

সৌরভের কথায়, ‘আমরা আশাবাদী যে বেঙ্গালুরুর উইকেটে ছন্দ ফিরে পাবে দলের ক্রিকেটাররা। প্রত্যাবর্তনের পথ নিজেদেরই খুঁজে বের করতে হবে। আত্মবিশ্বাস নিয়ে খেললে সব সম্ভব। একই ভুল বার বার করলে হবে না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের জিজ্ঞাসা করতে হবে কোথায় ভুল হচ্ছে! তবেই ভুল শুধরানো যাবে। আমি তাদের সবসময় বলি, একটি মৌসুমে ভালো করলে আপনার পুরো ক্যারিয়ার বদলে যেতে পারে।’

প্রথম তিন ম্যাচে একাদশে না থাকলেও চতুর্থ ম্যাচে একাদশে ফেরেন মুস্তাফিজুর রহমান। যদিও আশা দেখিয়েও দলকে জেতাতে পারেননি বাঁহাতি এই বোলার। ৯.৫০ ইকোনমিতে ৪ ওভার বল করে ৩৮ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ।

Back to top button