রোজার কারণে পরিবর্তন আসলো আয়ারল্যান্ড সিরিজের সময়সূচিতে
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসছে আয়ারল্যান্ড। আইরিশদের বিপক্ষে সিরিজের ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেটে, আর টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে। একমাত্র টেস্ট ম্যাচটি হবে ঢাকায়। এদিকে, এই সিরিজকে সামনে রেখে রোজার কারণে সময়সূচিতেও পরিবর্তন এনেছে বিসিবি।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘রোজার জন্য আয়ারল্যান্ড সিরিজের ম্যাচের সময়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। টি-টোয়েন্টি ম্যাচ ২টায় শুরু হলে সাড়ে ৫টার মধ্যে শেষ হয়ে যাবে। ইফতারের আগেই শেষ হয়ে যাবে।’
আইরিশদের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডে শুরু হবে দুপুর ২টায়। ২৩ মার্চ থেকে রমজান মাসের শুরু হওয়ার সম্ভাবনা থাকায় তৃতীয় ওয়ানডে ম্যাচটি দুপুর আড়াইটায় শুরু হবে। ইফতারির সময় ইনিংস বিরতিতে রাখতে এই সিদ্ধান্ত। ইফতারির আগেই ম্যাচ শেষ করতে টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।
তৃতীয় ওয়ানডে ম্যাচের সময় নিয়ে জালাল ইউনুস বলেন, ‘তৃতীয় ওয়ানডে সম্ভবত রোজার মধ্যে পড়বে। দর্শকদের কথা চিন্তা করে এটা আড়াইটায় দেওয়া হয়েছে। ইনিংস বিরতিতে যেন ইফতার করা যায় সেজন্যই এই চিন্তা করা হয়েছে।’