ইন্টারভিউ নেয়ার জন্য আমার পেছনে ঘুরেছে জয়: হিরো আলম
সম্প্রতি দেশের অন্যতম আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে নিয়ে সমালোচনা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।
এরই পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে এক প্রতিক্রিয়ায় হিরো আলম জানিয়েছেন, একসময় ইন্টারভিউ নেয়ার জন্য তার পেছনে ঘুরেছে জয়।
বেশ কিছুদিন আগে হিরো আলমের ভাস্কর্য তৈরির উদ্যোগ নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী। সম্প্রতি সেটি শেষ হয়েছে। হিরো আলমের সেই পোস্টটির স্ক্রিনশট নিয়ে বৃহস্পতিবার (২ মার্চ) ফেসবুকে সমালোচনা করে একটি স্ট্যাটাস দেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।
সেখানে অভিনেতা লেখেন, ‘বাংলাদেশের মানুষ শিক্ষিত হলো। উন্নত হলো। বিনয়ী হলো। বিবেকবান হলো। কর্মে ব্যস্ত হল। মানুষের উদারতা এবং ভদ্রতা ও দুর্বলতার সুযোগ নিয়ে সরকার বিকারহীন ভাবে জনগণের উপর চাপিয়ে দিল এক অদ্ভুত বিনোদন। যা রাষ্ট্রের ভাবমূর্তি প্রতিবেশী দেশের কাছে অবিরত নষ্ট করছে। যা প্রকৃত শিল্পীদের অপমান করছে। সরকারকে দায়ী করছি এই কারণে যে তাকে নিয়ে আমরা যারা লাফাই তাদের থামাতে পারে একমাত্র সরকার।’
তবে জয়ের এই পোস্ট নজর এড়ায়নি হিরো আলমের। সেই পোস্টের স্ক্রিনশট নিয়ে শনিবার সন্ধ্যায় একটি স্ট্যাটাস দিয়েছেন আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর।
হিরো আলম লেখেন, ‘অতীত ভুলে গেছে শাহরিয়ার নাজিম জয়, ইন্টারভিউ নেয়ার জন্য হিরো আলমের পিছনে ঘুরেছে, অথচ আজ সমালোচনা করে। এদেরকে আর কি বলব, কিছুই বলার নেই, আপনারাই বলেন এরা কেমন মানুষ।’
তিনি আরও লেখেন, ‘একদিন এই শাহরিয়ার নাজিম জয়কে আমার জীবন কাহিনী বলতে গিয়ে আমার চোখের পানি ঝরে ছিল, হে আল্লাহ এদেরকে হেদায়েত দাও। অপরদিক্র হিরো আলমকে নিয়ে এমন পোস্টের কারণের কটাক্ষের মুখে পড়েছেন জয়। তার সেই পোস্টেই নানা নেতিবাচক মন্তব্য করেছেন নেটিজেনরা।