মেলাতে না গেলেও আমার বই বিক্রি হয়: সালমান মুক্তাদির
বই লিখেছেন আলোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। তার বইয়ের নাম ‘বিহাইন্ড দ্য সিন’। এবারের একুশে বইমেলায় বইটি মোড়ক উন্মোচন হয়েছে। ইতোমধ্যে সালমান মুক্তাদির বইমেলায় গিয়েছিলেন। তার বই কেনার জন্য ভিড় লেগে যায় স্টলে।
সালমান মুক্তাদির বই লিখে বেশ সমালোচনার মুখেও পড়েন। নেটিজেনরা কটাক্ষও করতে ছাড়েন না। সালমান মুক্তাদির নিজেই একটি ভিডিওতে এমন দাবি করেছেন।
তিনি বলেন, কেউ কেউ আমাকে কটাক্ষ করেছে, আমি কেন বই লিখেছি। ভাই আমার ভুল হয়ে গেছে। আমার বই লেখার আগে পারমিশন নেওয়া উচিত ছিল।
তিনি বলেন, আমি নাকি মেলায় স্টলে যাই, আমার সঙ্গে সেলফি নেওয়ার জন্য বই কেনে- এজন্যই স্টলে ভিড় লেগে থাকে। কিন্তু আমি তো চার চারটা দিন মেলায় যাই নাই, তারপরেও আমার বই কেন কিনতেছে মানুষজন? আমি বুঝে উঠতে পারতেছি না।
কেউ কেউ সালমান মুক্তাদিরকে বলেছেন তিনি সাহিত্যের ক্ষতি করছেন, এমন মন্তব্যে আঘাত পেয়েছেন। যার ফলে একটি ভিডিও বানিয়ে সেই আক্ষেপ প্রকাশ করেছেন।