বিদেশি সিনেমা আসলে আমাদের সিনেমার অস্তিত্ব থাকবে না: ডিপজল

হিন্দি সিনেমার সমালোচনা করে চলচ্চিত্রের ‘মুভিলর্ড’ খ্যাত ডিপজল বলেছেন, অনেক হিন্দি সিনেমায় অশালীন গান ও নাচের দৃশ্য থাকে। এগুলো বাংলাদেশের সামাজিক সংস্কৃতির সঙ্গে যায় না। তাদের সংস্কৃতি আলাদা আর বাঙালি সংস্কৃতি আলাদা।

ডিপজল বলেন, ‘বিগত কয়েক মাসে বেশ কয়েকটি সিনেমা বেশ ভালো ব্যবসা করেছে। কোটি টাকার মতো ব্যবসা করেছে। এতে করে অনেক সিনেমা হল সুফল পেয়েছে। আমি মনে করি আমরা আমাদের দেশীয় সিনেমা প্রদর্শন করলে এমনিতেই হলগুলো ঘুরে দাঁড়াবে।’

গত রোববার (১৯ ফেব্রুয়ারি) দেশের প্রেক্ষাগৃহে বলিউডের সিনেমা মুক্তির ব্যাপারে একমত হয় চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠন। বাংলাদেশে হিন্দি সিনেমা আনার বিষয়ে এসব সংগঠনের দ্বিমত নেই। আলোচনায় সিদ্ধান্তের মধ্যে আছে প্রতিবছর ১০টি হিন্দি সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে চলবে।

ডিপজল প্রশ্ন করেন, এর সঙ্গে যারা জড়িত তারা কয়জন সিনেমা নির্মাণ করছেন? খোঁজ নিয়ে দেখেন, একজনও এখন সিনেমা নির্মাণের সঙ্গে নাই। তারা যদি আমাদের চলচ্চিত্রের এতই ভালো চান এবং এতই দরদ থাকে, তাহলে তারা কেন চলচ্চিত্র নির্মাণ করছেন না? কেন বিনিয়োগ করছেন না? আমি তো করেছি এবং একের পর এক সিনেমা নির্মাণ ও মুক্তি দিচ্ছি। এ কাজ তো তারাও করতে পারেন।

তিনি বলেন, আমি মনে করি, তারা বিদেশি সিনেমা আমদানির নামে কিভাবে কমিশন পাওয়া যায়, এ ব্যাপারে বেশি মনোযোগী। এ চিন্তা দিয়ে আমাদের সিনেমার উন্নয়ন করা যাবে না। উন্নয়ন করতে হলে আমাদের দেশের সিনেমার প্রতি দরদী হতে হবে। নিজেদেরকে উদ্যোগী হয়ে সিনেমা বানাতে হবে। অন্য দেশের সিনেমা দিয়ে নিজের দেশের সিনেমার উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। বিদেশি সিনেমার বাজার হলে, আমাদের সিনেমার অস্তিত্ব থাকবে না। আমরা সিনেমাবিহীন দেশে পরিণত হবো।

Back to top button