অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি: পূজা চেরী
ঢালিউডে নায়িকা হিসেবে পূজা চেরীর অভিষেক ঘটে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘নুরজাহান’ সিনেমা দিয়ে। যৌথভাবে জাজ মাল্টিমিডিয়া ও রাজ চক্রবর্তী প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটি দিয়েই শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে পথ চলা শুরু তার।
এরপর জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে একাধিক সিনেমায় কাজ করেছেন পূজা। তবে হঠাৎ করেই প্রযোজনা সংস্থাটির কর্ণধার আব্দুল আজিজসহ জাজের সঙ্গে যুক্ত শিল্পী ও নির্মাতাদের কাছে ক্ষমা চাইলেন এ নায়িকা।
সোমবার বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষমা চেয়ে একটি স্ট্যাটাস দেন পূজা।
তিনি লেখেন, ‘আমি পূজা চেরী। আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে লঞ্চ করে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ।
কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রাফি ভাইয়াসহ আরও অনেকে মিলেই জাজ।’
এরপর সবার কাছে ক্ষমা চেয়ে তিনি লেখেন, ‘আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দিবেন।’
তবে কী ভুলের কারণে ক্ষমা চাইলেন তা নিয়ে কিছু লেখেন নি নায়িকা।