ব্যানারে নেই চেয়ারম্যানের নাম, পণ্ড হলো স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা!
স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান বন্ধের অভিযোগ উঠেছে বরগুনার আমতলী উপজেলার গোজখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলাম মনিরের অনুসারীদের বিরুদ্ধে।
রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গোজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষা অফিস গোজখালী ইউনিয়নে দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। রবিবার ছিল উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। ওইদিন সকালে ইউনিয়নের সব স্কুলের শিক্ষার্থীরা গোজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত হয়।
সকাল ১০টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়। কিন্তু দুপুর ১টার দিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলাম মনিরের লোক এসে ব্যানারে চেয়ারম্যানের নাম না রাখায় শিক্ষকদের গালাগাল করেন এবং ব্যানার ছিঁড়ে নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান বন্ধ করে দেন। তাদের আচরণে শিক্ষার্থীসহ শিক্ষক ও অভিভাবকরাও আতঙ্কি হয় পড়েন।
নাম প্রকাশের কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, শাহিন হাজী, হাসান, বাদল ও সুজনসহ সাত-আটজন এসে ব্যানারে চেয়ারম্যানের নাম নেই কেন বলে শিক্ষকদের গালাগাল শুরু করেন। ব্যানার ছিঁড়ে নিয়ে যান। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বন্ধ করে দেন তারা। এ বিষয়ে অভিযুক্ত শাহীন ও হাসান বলেন, চেয়ারম্যানের নির্দেশে ব্যানার ছিঁড়ে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম সংবাদমাধ্যমকে বলেন, বিষয়টি আমার জানা নাই। সরকারিভাবে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠান বন্ধ ও ব্যানার ছিঁড়ে নেওয়ার বিষয়ে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বরগুনা জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) জালাল উদ্দীন বলেন, বিষয়টি জানা নাই। খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।