এই মেয়ে আমার নাম নিয়ে আলোচনায় আসতে চায়: রায়হান রাফি
কোটি টাকা দিলেও নির্মাতা রায়হান রাফীর সঙ্গে কাজ করবেন না বলে জানিয়েছেন অভিনেত্রী সায়মা স্মৃতি। সেইসঙ্গে তাকে নিচু মানসিকতার বলেও উল্লেখ করেছেন।
এখানেই থেমে থাকেননি স্মৃতি। সংবাদমধ্যমের কাছে রাফিকে যাচ্ছেতাই বিশেষণে বিশেষায়িত করছেন তিনি।
এ প্রসঙ্গে রাফীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। পরে মেসেঞ্জারে যোগাযোগ করা হলে তিনি জানান, স্মৃতি আলোচনায় আসতেই তার প্রতি বিষেদ্গার করেছেন।
ক্ষুদে বার্তায় রাফী লেখেন, ‘আলোচনায় আসতে চায় এই মেয়ে। এখন তো রায়হান রাফীর নাম নিলেই নিউজ করানো যায়। তাই হয়তো তিনি আমার নাম নিয়েছেন।’
রাফীর প্রতি এমন ক্ষোভের কারণ হিসেবে স্মৃতি প্রায় সাত মাস আগের একটি ঘটনা উল্লেখ করেন। তিনি জানান, সেসময় ‘পরাণ’ মুক্তি পেয়েছে মাত্র। স্মৃতির সঙ্গে দেখা হলে রাফী প্রায়ই তাকে তার অফিসে যেতে বলতেন।
একদিন রাফীর ডাকে সাড়া দিয়েই তার অফিসে যাচ্ছিলেন স্মৃতি। কিন্তু পথিমধ্যে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এ খবর জানার পরও রাফী তাকে সাহায্যে করতে এগিয়ে আসেননি বলে উল্লেখ করেন এ অভিনেত্রী।
রাফীর এমন আচরণে হতবাক হয়েছিলেন উল্লেখ করে স্মৃতি বলেন, ‘এটা কি একজন নির্মাতার কথা হতে পারে? আমি তাকে ঘটনা জানানোর পর সাথেসাথেই পল্টি মারল। এরকম পল্টি মনে হয় না যে রাস্তার পকেটমাররাও হয়।
কারণ, তাদের মধ্যেও মানবিকতা বলতে কিছু আছে কিন্তু এই নির্মাতার? একজন অপরিচিত মানুষও ছুটে যায় কোনো এক্সিডেন্টের কথা শুনলে আর সেখানে সে মুহূর্তেই পল্টি। সে এমনই একজন মানুষ যে কিনা এরপর একদিন খোঁজও নেয়নি আমার যে, আমি কেমন আছি বা কী অবস্থায় আছি! একটা মানুষ তার সঙ্গে দেখা করতে গিয়ে এক্সিডেন্ট করল অথচ তার কোন ভ্রূক্ষেপ নেই। আমি ওই এক্সিডেন্টে মারা যেতে পারতাম, তাতে অবশ্য তার কিছু যায় আসত না, আমার কাছে ঠিক তেমনটাই মনে হয়েছে।’
রাফীকে নিচু মানসিকতার উল্লেখ করে স্মৃতি বলেন, ‘এতটা নিচু মন-মানসিকতার মানুষ আমি আগে কখনও দেখিনি। একজন নির্মাতার বিহেভিয়ার যদি এমন হয় তাহলে তো আর কিছু বলার নেই, এরচেয়ে তো পকেটমারের কাছে বসে থাকাও ভালো। একজন নির্মাতার মানবিক দিক বলেও কিছু থাকা উচিত। ভালো মানুষ হওয়া উচিত।’
অমিতাভ রেজা চৌধুরী নির্মিত একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজে পা রাখেন স্মৃতি। এরপর বেশকিছু নাটক ও বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। বর্তমানে তিনি ব্যস্ত আছেন চলচ্চিত্র নিয়ে।