ধ্বংসস্তূপের নিচে নিজের প্রস্রাব খেয়ে বেঁচে ছিলেন কিশোর, ৯৪ ঘণ্টা পর উদ্ধার
এবার তুরস্কের উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে ১৭ বছর বয়সী এক কিশোরকে জীবিত উদ্ধার করেছেন। তাকে দেশটির দক্ষিণাঞ্চলীয় গাজিয়ানটেপ প্রদেশ থেকে উদ্ধার করা হয়।
ভূমিকম্পের ৯৪ ঘণ্টা পর উদ্ধার হওয়া এই কিশোর বেঁচে থাকার জন্য নিজের ‘প্রস্রাব’ পান করেছিলেন। খবর টিআরটি ওয়ার্ল্ড’র।
এদিকে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, গাজিয়ানটেপের সেহিতকামিলের একটি অ্যাপার্টমেন্টের ধ্বংসস্তূপের নিচ থেকে আদনান মুহাম্মেত কুরকুতকে গত বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি উদ্ধার করা হয়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া ভিডিওতে কুরকুত উদ্ধারকারীদের বলেন, বেঁচে থাকার জন্য নিজের ‘প্রস্রাব’ পান করেছেন। এ সময় উদ্ধারকারীদের অপেক্ষায় ছিলেন তিনি।
এ সময় এক প্রশ্নের জবাবে কুরকুত বলেন, বেঁচে থাকার জন্য আমি নিজের প্রস্রাব পান করেছি এবং আল্লাহকে ধন্যবাদ জানাই আমি বেঁচে আছি। আমি আপনাদের জন্য অপেক্ষা করেছি। আপনারা এসেছেন, আল্লাহকে ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। এদিকে ধ্বংসস্তূপে থাকা অবস্থায় কারও শব্দ শুনতে পেয়েছেন কিনা, এমন প্রশ্নের জবাবে কুরকুত বলেন, আমার একটি কুকুর রয়েছে। এ সময় উদ্ধারকারীরা বলেন, আমরা কুকুরটির খোঁজ করব।
এদিকে তুরস্ক ও প্রতিবেশী সিরিয়ায় সোমবার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। এতে কয়েক হাজার ভবন ধসে পড়ে। মৃত্যু হয়েছে ২৩ হাজারের বেশি মানুষের। কেবল তুরস্কেই আহতের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গেছে।