নিজেকে সদ্যোজাত শিল্পী মনে হচ্ছে: বিন্দু
শোবিজে আফসান আরা বিন্দুর পথচলা শুরু হয়েছিল সুন্দরী প্রতিযোগিতা দিয়ে। সেটা দীর্ঘ ১৬ বছর আগের ঘটনা।
এরপর নাটক-সিনেমার পর্দায় এসে ছড়িয়েছেন মুগ্ধতা। তার টোল পড়া হাসি, মায়াবী চাহনি আর সাবলীল অভিনয় জিতে নিয়েছিল দর্শকের মন। অনেক বছর নিয়মিত কাজও করেছেন। কিন্তু ২০১৪ সালে বিয়ের পর একেবারে আড়ালে চলে যান।
দীর্ঘ আট বছর পর বিন্দু ফিরেছেন ক্যামেরার সামনে, লাইট-অ্যাকশনের জগতে। অভিনয় করছেন একটি ওয়েব ফিল্মে। নাম ‘উনিশ ২০’।
এটি নির্মাণ করছেন ‘নেটওয়ার্কের বাইরে’ খ্যাত মিজানুর রহমান আরিয়ান। সিনেমাটিতে বিন্দুর বিপরীতে আছেন চিত্রনায়ক আরিফিন শুভ।
বর্তমানে ঢাকার বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং চলছে। এরমধ্যেই পাওয়া গেলো মুক্তির খবর। নতুন বছরের ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাবে এটি।
দীর্ঘদিন পর অভিনয়ে ফিরে নিজেকে নতুন শিল্পী বলে মনে হচ্ছে বিন্দুর। তার ভাষ্য, ‘৮ বছর পর ক্যামেরার সামনে ফিরলাম। নিজেকে সদ্যোজাত শিল্পী মনে হচ্ছে। তবে পরিচালক, সহশিল্পী ও কুশলীদের কাছ থেকে শুটিংয়ের প্রথম দিন থেকেই যে ভালোবাসা-সম্মান পাচ্ছি, তাতে আমি আপ্লুত। আগে যাদের সঙ্গে নিয়মিত কাজ হতো, তাদের আবার দেখে ভালো লাগছে। শিল্পী হিসেবে আপাতত আমি পরিচালকের কথা শুনে-মেনে কাজ করছি। বাকি কথা ছবি মুক্তির পর হবে।’
‘উনিশ ২০’ নিয়ে আশাবাদী আরিফিন শুভ। তিনি বলেন, ‘সবাই মিলে ভালো একটা কাজ শুরু করেছি। গল্প নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে শতভাগ ভালো একটা কাজ দর্শককে উপহার দেওয়ার। বাকিটা সময়, দর্শক ও সৃষ্টিকর্তার ওপর নির্ভর করবে।’
নির্মাতা আরিয়ানের মতে, গল্প প্রেম, হাস্যরস ও গানের সিনেমা এটি। যেটা দেখে আরাম পাবেন দর্শক। ৯০ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমা মুক্তি পাবে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে।