পেলের বিদায়ে নেইমারের হৃদয়ছোঁয়া পোস্ট
এবার পেলের প্রয়াণে চোখের জলে ভাসছে ফুটবল বিশ্ব। হৃদয়ছোঁয়া বার্তায় ফুটবল সম্রাটের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।
তার সঙ্গে ২টিসহ মোট ৩টি ছবি শেয়ার করেছেন পিএসজি ফরোয়ার্ড। ক্যানসারের সঙ্গে অনেক দিন ধরেই লড়াই করেছেন পেলে। নিজের শারীরিক অসুস্থতা সত্ত্বেও ফুটবল সম্রাটের চোখ ছিল কাতার বিশ্বকাপে। হাসপাতালের বিছানায় শুয়ে উত্তরসূরিদের খেলা দেখেন।
এদিকে নেইমারের হাতে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপটি দেখতে চেয়েছিলেন পেলে। সেটি হয়নি। তবে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারের পর ঘুরে দাঁড়ানোর বার্তা নেইমারকে ঠিকই পাঠিয়েছিলেন পেলে।
ব্রাজিলের বিশ্বকাপ থেকে বাদ পড়া প্রসঙ্গে পেলে লিখেছিলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে দিনটি আমাদের ছিল না। তবে তুমি (নেইমার) সব সময় আমাদের অনুপ্রেরণার উৎস। অনেকে তোমার মতো হতে চায়। ৫০ বছর আগে যে রেকর্ড গড়েছিলাম, একমাত্র তুমি ছাড়া আর কেউ এর পিছু তাড়া করতে পারেনি। তুমি করে দেখিয়েছ, প্রিয়।’
এবার সেই পেলে বিদায় নিলেন পৃথিবী থেকে। ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে গতকাল বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান ফুটবলের রাজা। ব্রাজিল কিংবদন্তির মেয়ে কেলি নাসিমেন্তো ইনস্টাগ্রামে পোস্ট করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার লিখেছেন, ‘পেলের আগে ১০ নম্বর ছিল শুধুই একটি সংখ্যা। আমি কোনো এক সময় কোথাও এটা পড়েছিলাম। সুন্দর হলেও সেটা ছিল অসম্পূর্ণ। আমি বলতে চাই, পেলের আগে ফুটবল ছিল শুধুই একটা খেলা। পেলে সব কিছু বদলে দিয়েছেন। তিনি ফুটবলকে শিল্প এবং বিনোদনে পরিণত করেছেন।’
নেইমার আর লিখেন, ‘তিনি দরিদ্রদের, কৃষ্ণাঙ্গদের আওয়াজ উঠাতে পেরেছেন। বিশেষ করে ব্রাজিলিয়ানদের দৃশ্যমান করেছেন। ফুটবল এবং ব্রাজিলের মানকে ওপরে তোলার জন্য রাজাকে ধন্যবাদ। তিনি চলে গেলেন; কিন্তু তার জাদু থেকে যাবে। ‘পেলে চিরন্তন’।