বিপুল ভোটে জয়লাভ করবেন মাহি, প্রত্যাশা সহকর্মীদের
নতুন নয়, শিল্পীদের এমন ইচ্ছে ও তার বাস্তবায়ন আগেও ঘটেছে। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন নায়িকা মাহিয়া মাহি।
জানান, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এমপি হতে মনোনয়ন ফরম কিনতে যাচ্ছেন তিনি। আগামী ২৯ ডিসেম্বর বিকালে ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের জন্য মনোনয়ন ফরম কিনবেন মাহিয়া মাহি।
মাহি বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছি। যেই স্বপ্ন নিয়ে রাজনীতিতে আমার পদার্পণ আল্লাহ যেন আমার সেই স্বপ্ন পূরণ করেন। আমি মানুষের জন্য কাজ করতে চাই।’
এদিকে সামাজিক মাধ্যমে নির্বাচনী পোস্টার প্রকাশ করেছেন মাহি। সেই পোস্টারে লেখা হয়েছে—মাহিয়া মাহি সরকারকে এমপি হিসেবে দেখতে চাই। প্রকাশিত পোস্টারের মন্তব্যের ঘরে শুভ কামনা জানাচ্ছেন তার চলচ্চিত্রের সহকর্মীরা। তাদের প্রত্যাশা, তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন।
বিএনপির সিদ্ধান্তের কারণে দলটির সংসদ সদস্য পদত্যাগ করলে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল) আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা থেকেই নির্বাচন কমিশন দেশের পাঁচটি আসনে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।
২০২৩ সালের ১ ফেব্রুয়ারি জাতীয় সংসদের ওইসব আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি, বাছাই ৮ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ জানুয়ারি।
সম্প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন অভিনেত্রী মাহি। আগামী দুই বছরের জন্য তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।