পাঁচ ঘণ্টা দেরিতে ঢাকায় এসে পৌঁছালেন হামজা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দিতে ঢাকায় এসেছেন লেস্টার সিটির মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় তার পৌঁছানোর কথা থাকলেও পাঁচ ঘণ্টা দেরিতে বিকেল ৫টার দিকে তিনি ঢাকায় পৌঁছান।

বাফুফে সূত্রে জানা যায়, ট্রাফিক জ্যামের কারণে নির্ধারিত ফ্লাইট মিস করেন হামজা। পরে নিজ খরচে নতুন ফ্লাইটের টিকিট কেটে ঢাকায় আসেন তিনি।

আজ দলের কোনো অনুশীলন না থাকায় পৌঁছেই বিশ্রামে যান এই প্রবাসী ফুটবলার। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দলে যোগ দিয়েছেন তিনি।

অন্যদিকে, কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ঢাকায় পৌঁছাবেন।

এদিন দুপুর ২টা থেকে অনলাইনে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়। মাত্র ৬ মিনিটের মধ্যেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়ে যায়।

Back to top button