
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। তিনি গত মে মাসে বিসিবি সভাপতির দায়িত্ব পেয়েছিলেন এবং এবার পরিচালকদের ভোটে তিন বছরের জন্য পুনরায় দায়িত্ব পেলেন।
নির্বাচন সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। একই দিন সহসভাপতি (এক) নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন, যিনি বরিশাল বিভাগ থেকে বিসিবি পরিচালক এবং ক্রিকেট পর্যটন বিষয়ে বুলবুলের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিসিবির সহসভাপতি (দুই) নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। তিনি গত বছরের আগস্টে বিসিবির সভাপতি ছিলেন এবং এবার সহসভাপতি হিসেবে বোর্ডে ফিরেছেন। নির্বাচনের আগে তামিম ইকবালসহ কিছু কাউন্সিলর পদত্যাগ করায় সভাপতি পদে বুলবুলের জয় নিশ্চিত ছিল।
গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচিত হয়েছেন ২৩ জন পরিচালক। জেলা ও বিভাগ কোটায় (ক্যাটাগরি-১) ১০ জন, ঢাকার ক্লাব কোটায় (ক্যাটাগরি-২) ১২ জন এবং সাবেক ক্রিকেটার ও সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোটায় (ক্যাটাগরি-৩) ১ জন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোট ১৯১ ভোটারের মধ্যে ১৫৬ জন ভোটার ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন, যাদের মধ্যে ১১৫ জন ভোট দিয়েছেন। ফলে ভোটগ্রহণে উপস্থিতি ছিল ৭৩.৭১ শতাংশ।
নির্বাচিত পরিচালকরা হলো—
ক্যাটাগরি-১: আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক রাজ, জুলফিকার আলি খান, নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল, সাখাওয়াত হোসেন, রাহাত শামস, মোখলেসুর রহমান, হাসানুজ্জামান।
ক্যাটাগরি-২: ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতিখার রহমান মিঠু, ফয়জুর রহমান, নাজমুল ইসলাম।
ক্যাটাগরি-৩: খালেদ মাসুদ পাইলট এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।