বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গেছি, লোভটা ছাড়তে পারিনি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত সভাপতি হয়েছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে দায়িত্ব পাওয়ার পর তিনি জানিয়েছেন, বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়ে গেছেন তিনি।

নির্বাচনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গেছি। অল্প সময়ের জন্য এসে ছোট ছোট কাজ শুরু করেছিলাম, সাফল্যগুলো চোখে পড়েছে। সেই সাফল্যের লোভেই থেকে গিয়েছি—দেশকে সেবা দেওয়ার টান আমাকে থামাতে পারেনি।’

বিসিবি নির্বাচনের আগে তামিম ইকবালসহ ক্লাব ক্যাটাগরির বেশ কয়েকজন কাউন্সিলর নির্বাচন বর্জন করেন। আবার সাবেক সভাপতি ফারুক আহমেদ এবার সহসভাপতি হিসেবে বোর্ডে ফিরেছেন। ফলে নতুন সভাপতির নেতৃত্বে বোর্ডের সামনে এখন একাধিক চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

নতুন সভাপতি জানান, তিনি সবাইকে সঙ্গে নিয়েই এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে চান। ‘আমরা সকলে দেশের ক্রিকেট উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই। কে বোর্ডে আছে, কে নেই—এটা না দেখে সবাইকে যুক্ত করব। প্রয়োজনে আমরা তাদের কাছেও যাবো,’ বলেন বুলবুল।

সহসভাপতি ফারুক আহমেদও জানিয়েছেন, মানিয়ে নিয়ে একসঙ্গে কাজ করতে চান তারা। তার ভাষায়, ‘আমাদের লক্ষ্য একটাই—দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়া। ছোটখাটো বিষয় থাকবে, কিন্তু সবাই মিলে কাজ করলে পূর্ণাঙ্গ বোর্ড ভালো কিছু করতে পারবে।’

নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মঙ্গলবার প্রথম বোর্ড সভা আহ্বান করেছেন। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সভাটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার বেলা ১২টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বোর্ড কার্যালয়ে।

Related Articles