‘নামের পাশে কোচ লেখা মানে দায়িত্ব, গর্ব না’—ফের রহস্যময় পোস্ট রুবেলের

কিছুদিন ধরেই আলোচনায় ছিল পরিবর্তন আসছে জাতীয় দলের কোচিং প্যানেলে। সেটি দৃশ্যমানও হয়েছে। টাইগারদের বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার বোর্ড সভায় নেয়া হয়েছে সিদ্ধান্ত।

আয়ারল্যান্ড সিরিজে টিম ডিরেক্টরের ভূমিকায় থাকবেন আব্দুর রাজ্জাক, আর ব্যাটিং কোচ আশরাফুল। বিসিবি এমন সিদ্ধান্ত প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম রহস্যময় পোস্ট দিয়েছেন পেসার রুবেল হোসেন। লিখেছেন, ‘দায়মুক্ত হলো ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ও ব্যাটিং কোচ।’

সেই পোস্টের ২৪ ঘণ্টা না পেরোতে আরও একটি পোস্ট দিয়েছেন রুবেল। সেটিও ইঙ্গিতপূর্ণ। দ্বিতীয় পোস্টে তিনি লিখেছেন, ‘যে মাঠ একসময় বিশ্বাস হারিয়েছে, সেই মাঠেই আবার শিক্ষা দিতে আসা, জীবনটা আসলেই সিনেমা। সময় সত্যিই অদ্ভুত! যাদের একসময় উদাহরণ হিসেবে বাদ দেয়া হয়েছিল, আজ তারা উদাহরণ দিতে এসেছে। শুনুন, নামের পাশে ‘কোচ’ লেখা মানে দায়িত্ব,গর্ব না। আই লাভ বিডি ক্রিকেট।’

রুলেন হোসেনের পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা ও সমালোচনার ঝড়। মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন, বাংলাদেশের প্রথম ও সাবেক তারকাকে ইঙ্গিত করে এমন মন্তব্য তার কাছ থেকে সমর্থকরা আশা করেন না।

Back to top button