
পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে নারী বিশ্বকাপ শুরু বাংলাদেশের
কলম্বোতে নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে দলটি পাকিস্তানকে হারিয়েছে ৭ উইকেট ও ১১৩ বল হাতে রেখে। এই জয়ে দারুণ সূচনা করল বাংলাদেশের মেয়েরা।
প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানকে মাত্র ১২৯ রানে গুটিয়ে দেয় বাংলাদেশের বোলাররা। ইনিংসের প্রথম ওভারেই জোড়া ধাক্কা দেন পেসার মারুফা আক্তার। উমাইমা সোহেল ও সিদরা আমিনকে গোল্ডেন ডাকেই ফেরান তিনি। শুরুতেই ২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।
পরে রামিনা শামিম ও মুনিবা আলি প্রতিরোধ গড়লেও বেশিক্ষণ টিকতে পারেননি। নাহিদা আক্তারের ঘূর্ণিতে দুজনই সাজঘরে ফেরেন। এরপর সিদরা নওয়াজকেও (১৫) থামান রাবেয়া খান। একপর্যায়ে ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে আবারও ধসে পড়ে পাকিস্তান।
আলিয়া রিয়াজ ও ফাতিমা সানার জুটি কিছুটা আশা জাগালেও বড় ইনিংস খেলতে পারেননি কেউ। নিশিতা আক্তারের বলে আউট হন আলিয়া, আর ফাহিমার শিকার হন ফাতিমা। শেষ পর্যন্ত ৩৮.৩ ওভারে ১২৯ রানে অলআউট হয় পাকিস্তান।
জয়ের লক্ষ্য ছিল ১৩০ রান। তবে রান তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৭ রানের মাথায় ফারজানা হক আউট হন ২ রানে। শারমিন আক্তারও ফিরেন ১০ রানের ধীর ইনিংস খেলে।
এরপর রুবাইয়া হায়দার দায়িত্ব নেন। অধিনায়ক নিগারকে সঙ্গে নিয়ে ৬২ রানের জুটি গড়েন তিনি। পরে সোবহানা মোস্তারির সঙ্গে অবিচ্ছিন্ন ৩৪ রানের জুটি গড়ে দলকে জেতান। রুবাইয়া অপরাজিত থাকেন ৫৪ রানে, নিগার করেন ২৩ এবং সোবহানা ২৪ রানে অপরাজিত থাকেন। বড় ব্যবধানে জয় পেয়ে বিশ্বকাপে উজ্জ্বল শুরু করল বাংলাদেশের নারী দল।