চুয়াডাঙ্গায় শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায়

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক সায়েদুর রহমান সাইদের বিদায় যেন হয়ে উঠেছিল এক স্মরণীয় ও আবেগঘন অধ্যায়ের পরিসমাপ্তি। দীর্ঘ ৩০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন তিনি, আর তার সেই বিদায় অনুষ্ঠান রোববার (৩১ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে রূপ নেয় ভালোবাসা ও শ্রদ্ধার এক মহোৎসবে।

বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ বিদায়ে অংশ নেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। রাজকীয় ঘোড়ার গাড়িতে করে তাকে নিজ গ্রাম ছাতিয়ানতলায় পৌঁছে দেওয়া হয়—যা এলাকাবাসীর কাছে ছিল এক নজিরবিহীন ঘটনা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। তিনি বলেন, “এ রকম রাজকীয় বিদায় শুধু একটি বিদ্যালয়ের নয়, পুরো শিক্ষাঙ্গণের জন্য গর্বের।” বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদাউস বলেন, “১৯৯৫ সাল থেকে একসাথে পথ চলা। আজ সাথি হারানোর দিন।”

বিদায়ী শিক্ষক সায়েদুর রহমান বলেন, “প্রতিষ্ঠাকালীন থেকে বিদ্যালয়ের সঙ্গে ছিলাম। আজ যে ভালোবাসা পেলাম, তা আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট শামীমুর রহমান সবুজ, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ। সঞ্চালনায় ছিলেন শিক্ষক আবু বক্কর।

অনুষ্ঠান শেষে গ্রামে পৌঁছে দেওয়ার সময়ও মানুষের ভিড়, শিক্ষার্থীদের কান্না ও আবেগ মিলিয়ে তৈরি হয় এক অভাবনীয় দৃশ্য, যা এলাকার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

Related Articles