
বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় প্রভা, ধরা দিলেন নতুনভাবে
দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে সক্রিয় হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। প্রথমবারের মতো তিনি কাজ করছেন বড় পর্দার জন্য। গাজীপুরের হোতাপাড়ায় সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘দেনা পাওনা’-র শুটিং সেটে শনিবার (৩০ আগস্ট) দেখা যায় তাকে। সেখানে শাড়ি পরিহিত একদল নারীর মাঝে প্রভাকেও দেখা গেছে, যিনি অভিনয় করছেন মূল চরিত্র ‘নিরুপমা’ হিসেবে। ছবিটি নির্মিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে, পরিচালনায় রয়েছেন সাদেক সিদ্দিকী।
এ সিনেমায় প্রভার সহশিল্পী হিসেবে রয়েছেন মামনুন হাসান ইমন। শুধু এটিই নয়, আরও একটি সরকারি অনুদানের চলচ্চিত্র ‘দুই পয়সার মানুষ’-এও কাজ করছেন প্রভা। ছবিটি পরিচালনা করছেন ঝুমুর আসমা জুঁই, এতে তার বিপরীতে রয়েছেন এ বি এম সুমন।
প্রভা জানান, তিনি অনেক আগেই এই দুটি সিনেমার সঙ্গে যুক্ত হলেও পলিটিক্যাল পরিস্থিতির কারণে আগে ঘোষণা দেননি। শুটিং শুরু করেই খবরটি ভাগাভাগি করেছেন ভক্তদের সঙ্গে। তিনি বলেন, “দুটি সিনেমাতেই একেবারে নতুন চরিত্রে অভিনয় করছি। দর্শকরা কিছু ভিন্নমাত্রার কাজ দেখতে পাবেন।”
২০২২-২৩ অর্থবছরে ‘দেনা পাওনা’ পেয়েছে ৫৫ লাখ টাকা ও ‘দুই পয়সার মানুষ’ পেয়েছে ৫৮ লাখ টাকা অনুদান। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই দুই সিনেমা।